শিলিগুড়ির দাদা ভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়ি : শিলিগুড়ি দাদাভাই স্পোটিং ক্লাবের এবারে ৮৯ তম বর্ষ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন। শিলিগুড়ি থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অন্যান্য ক্লাবের সমর্থকেরা। প্রদীপ জ্বালিয়ে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করে ডেপুটি মেয়র জানান , আমাদের মুখ্যমন্ত্রী প্রতিবছরি এই পূজার উদ্বোধন করেন। এবারও মনে করে তিনি জানিয়েছিলেন দাদাভাই স্পোর্টিং ক্লাবের কথা। আজকে এই পুজোর উদ্বোধন হয়ে গেল। যথেষ্ট আকর্ষণীয় হয়েছে এবার এই পুজো, সবদিক থেকেই। প্রতিবারে এই পুজোর মণ্ডপে মানুষের ভিড় থাকে দেখবার মতন, পাশাপাশি দুটি ক্লাব সুব্রত সংঘ এবং দাদাভাই শিলিগুড়ির মানুষকে যথেষ্ট পরিমাণ আনন্দ দিয়ে থাকে।
এদিকে এদিন উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মানুষের ভিড় কম ছিল না। মহালয়া দিন বৃষ্টির ভ্রুকুটি সরিয়ে মানুষ এসে ছিলেন এখানে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন , এবারে দাদা ভাই এর পুজোয় বেশ কিছু আকর্ষণ আছে, সবাই অপেক্ষা করলে বুঝতে পারবে, এমনটাই এদিন জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আশা করছি পূজায় বৃষ্টি হবে না। মানুষ খোলা মনে পুজো দেখতে পারবে।