শিলিগুড়ির ১১ নম্বর ওয়ার্ডে বিশেষ বৈঠক করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
শিলিগুড়ি : সামনেই নতুন বছর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নতুন পরিকল্পনা আর কিছুদিনের মধ্যেই সামনে আসতে চলেছে। তাই অন্যান্য এলাকার মত শিলিগুড়িতেও চলছে তোর জোর, এই উপলক্ষে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে নিজেদের কর্মসূচি স্থির করলো। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নিজের দলের কর্মীদের সাথে আলাদা আলাদা করে বৈঠক করলেন। জেলা সভাপতি এদিন আরও জানান সামনে অনেক কাজ, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। যেটা মানুষের কাছে সহজ ব্যাপার হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেটাই চান।

তিনি এও জানান নতুন বছরের আগেই আমাদের নিজেদের সাজিয়ে গুছিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কবে কখন কোথায় কিভাবে কি কাজ আছে দলের নির্দেশেই আমরা এগিয়ে যাব ওই কাজ করতে। শুধুমাত্র সময়ের প্রয়োজন। সবাই কে সেটা ঠিক করে দিয়ে যদি আমরা আমাদের কাজগুলো ঠিকভাবে করে গিয়ে এগোতে পারি তবে সমস্যা মিটবে। এদিন জেলা সভাপতি শিলিগুড়ির ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে এক লম্বা আলোচনাও করেন। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল পুরুষ এবং মহিলা যুবকর্মীরাও।