শিলিগুড়ি পুরসভার বিশেষ উদ্যোগে পালন করা হল বীর বিপ্লবী প্রফুল্ল চাকির ১৩৭ তম আবির্ভাব দিবস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: শিলিগুড়ির ৩০ নম্বর ওয়ার্ডে সুব্রত শিশু উদ্যানে পালন করা হলো বীর বিপ্লবী প্রফুল্ল চাকীর ১৩৭ তম আবির্ভাব দিবস। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন বীর বিপ্লবীর ছবিতে মালা দিয়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এদিন মেয়র গৌতম দেব জানান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রফুল্ল চাকীর অবদান কোনদিনও ভুলে যাওয়ার নয়। তার ত্যাগ এবং তার দেশের প্রতি ভালোবাসা , ভারতবর্ষে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ইংরেজদের বিন্দুমাত্র ভয় না পেয়ে প্রফুল্ল চাকী তার লক্ষ্য স্থির করে ফেলেছিলেন। শুধুমাত্র আত্মবিশ্বাস এবং মনে দৃঢ় সংকল্পের জোরেই। প্রফুল্ল চাকী আজকে ভারতবর্ষের বুকে অমর হয়ে থাকবেন, তার কথা শুধুমাত্র সেই সময়কার যুব সমাজকে উদ্দীপ্তই করেনি ভারতবর্ষকে স্বাধীনতা দিতে সাহায্য করেছিল। তিনি জানতেন ইংরেজদের ভয় পেলে চলবে না, সাহসের সাথে তাদের মোকাবিলা করতে হবে। আর সেই সাহসের উপর ভর করে তিনি ইংরেজদের মোকাবিলা করেছিলেন ,আজকে তার জন্মদিন তাকে শ্রদ্ধা জানিয়ে শিলিগুড়ি পুরসভার তরফ থেকে আমরা হয়তো তার জন্য কিছুটা হলেও কিছু করতে পারলাম। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং এমএমআইসিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *