শিলিগুড়িতে আসছেন রাহুল গান্ধী, কড়া নিরাপত্তা শহর শিলিগুড়ি জুড়ে
শিলিগুড়ি : শিলিগুড়িতে আগামী আঠাশ তারিখ আসছেন রাহুল গান্ধী। তাই কড়া নিরাপত্তা শিলিগুড়িতে। আগামী আঠাশ তারিখ শিলিগুড়িতে রাহুল গান্ধী আসছেন। আর এই নিয়ে শোরগোল কংগ্রেস দলের মধ্যে। কি বলবেন যুব সভাপতি? এটা নিয়েই আলোচনা সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে। আগামী নির্বাচন আসতে আর বেশী দেরী নেই তাই কিভাবে কি করতে হবে তার সব নির্দেশ দিয়ে দেবেন রাহুল গান্ধী। তাই নির্বাচনের আগে নিজেদের গুছিয়ে নিয়ে এগোতে চাইছে কংগ্রেস। এদিকে কংগ্রেস চাইছে উত্তরবঙ্গ জুড়ে কংগ্রেসের বর্তমান পরিস্থিতিকে সামলিয়ে আরো এগিয়ে যেতে। তাই রাহুল গান্ধীকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাইছে কংগ্রেস। কিভাবে এগোতে বলেন রাহুল গান্ধী সেটাই দেখে এগোতে চায় কংগ্রেস । কংগ্রেস চাইছে কিছুটা হলেও রাহুল গান্ধীকে সামনে রেখে এগিয়ে যেতে। তবে বর্তমানে কংগ্রেসের যা অবস্থা তাতে মানুষ কতটুকু তাদের ডাকে সাড়া দেবেন এটাই দেখতে চান রাজনৈতিক মহল।
কংগ্রেস নিজেরা কিছু বলতে না চাইলেও বর্তমানে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার জানিয়েছেন তিনি চাইছেন আগামী আঠাশ তারিখের দিনটিকে সামনে রেখে এগিয়ে যেতে। তবে এখন শিলিগুড়ির মানুষ কিভাবে এই ডাকে সাড়া দেবেন এটাই দেখতে চাইছে রাজনৈতিক মহল। তবে রাহুল গান্ধীর এই সফরকে মাথায় রেখে প্রশাসন কড়া ব্যাবস্থা গ্রহন করেছে। কোন জায়গায় যাতে কোনভাবেই কোন ধরনের অশান্তি না হয় সেই কারনে কড়া দৃষ্টি রাখছে প্রশাসন। এর উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসছেন তাই প্রশাসন চাইছে না কোনভাবেই কোন অপ্রতিকর ঘটনা ঘটুক।