এই যুবক ৩৫০০ পরিবারকে বিনামূল্যে খাবার বিতরণ করছেন মহামারী পরিস্থিতিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মুম্বইয়ের ভান্ডুপের বাসিন্দা জন বেঞ্জামিন নাদের। সে সামাজিক কাজের সঙ্গে যুক্ত দীর্ঘ ৯ বছর ধরে।সে অসহায়দের সাহায্যার্থে এগিয়ে এসেছে বিভিন্ন সময়ে। আর খোদ নিজের বাবা-মার থেকেই সে অনুপ্রাণিত হয়েছে এই মহৎ কাজ করতে । বিগত ২০ বছর ধরে মুম্বইয়ের রেডলাইট অঞ্চল থেকে পাচার হওয়া মেয়েদের উদ্ধার করছেন তাঁর মা । তাঁর বাবাও এমনকি একজন সক্রিয় সামাজিক কর্মী ছিলেন ২০১৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত। তাঁদের সন্তান হয়ে নিজেকে জন সামাজিক কাজে উৎসর্গ করলেও, অর্থ উপার্জনের জন্য কাজ করত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। তবে তাঁর সেই কাজটিও চলে যায় গত বছর লকডাউন পর্বে।

তখন জন বুঝতে পারছিল না কি করা যায় ঘরে বসে! সেই সময় তাঁকে আশেপাশের একটি মুসলিম সম্প্রদায়ের কথা বলেছিল তাঁর এক বন্ধু, যারা খাবার বিতরণ করছে মহামারীর দ্বারা মারাত্মক প্রভাবিত ব্যক্তিদের মধ্যে। জন অনুপ্রেরণা পেয়েছিল তা থেকেই এবং যোগ দিতে চেয়েছিল তাদের এই মহান প্রচেষ্টায় সাথে, তবে তার এক আত্মীয় তাঁকে পরামর্শ দেয় নিজের থেকেই শুরু করার। আর সেইমত সে ‘সার্ভিং হিউম্যানিটি’ নামে একটি উদ্যোগ নেয়। সেই কজে আরও ছয় জন তাঁর সাথে যোগ দেয়। শুরুতে তাঁরা অসহায়দের মধ্যে ১৫০টি খাবারের প্যাকেট বিতরণ করলেও, এখন তাঁরা বিতরণ করছে ৪০ হাজারেরও বেশি খাবারের প্যাকেট। যা পৌঁছে যাচ্ছে প্রায় ৩৫০০ পরিবারের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *