শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে মুরগির মাংসের দাম
শিলিগুড়ি : শিলিগুড়িতে বাড়ছে মুরগির মাংসের দাম। শিলিগুড়ির সব বাজারেই মুরগির মাংস বিক্রি হচ্ছে অনেক বেশী দামে।শিলিগুড়ির বিধান মার্কেট এবং হায়দারপাড়াতে মুরগির মাংস বিক্রি হচ্ছে অনেক বেশী দামে। বিক্রেতারা জানিয়েছেন তাদের হাতে কিছুই করবার নেই।এটা সব বাজারেই বিক্রি হচ্ছে বেশী দামে। মুরগির দাম বাড়ায় এই উৎসবের মরসুমে হতাশ ক্রেতারা। বিয়েবাড়ি বাদে মোটামুটি সব উৎসবেই মুরগির মাংশ খাওয়ানো হয়।দাম বাড়ায় সমস্যা তৈরী হচ্ছে তাদের। মুরগির মাংসের দাম বাড়ায় সমস্যায় পড়ে গেছেন হোটেল এবং রেষ্টুরেন্টের মালিকেরাও। সবচাইতে বেশী সমস্যায় বিরিয়ানী বিক্রেতারা। দাম বেড়ে যাওয়ায় প্রায় কুড়ি টাকা বিরিয়ানীর দাম বাড়াতে হচ্ছে তাদের। মুরগির মাংসের দাম বাড়ার কারনে মার্কেটে মাংসের বিক্রি বেড়েছে অনেকটাই। বছরের শেষ পিকনিক এবং উৎসবের মরসুমে মাংস কিনতে গিয়ে অশান্তি বেড়েছে সবার কাছেই। তবে বিক্রেতারা মনে করছেন এটা সামান্য কয়েকদিনের জন্য তারপরে আবার স্বাভাবিক হবে মুরগির মাংশের দাম।