শিলিগুড়িতে সেচমন্ত্রী ঘুরে দেখলেন জোড়াপানী নদীর চারিদিক, সাথে ছিলেন মেয়র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির সার্বিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জল সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক মহাশয়ের সাথে জোড়াপানি নদীর বিভিন্ন এলাকার নদীবাঁধ পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। তিনি এদিন সকালে সেচমন্ত্রীকে নিয়ে জোড়াপানি নদীর চারিদিকে ঘুরে দেখেন। মেয়র জানান আমি আজ সেচমন্ত্রীকে নিয়ে গোটা এলাকা ঘুরে দেখলাম। অনেক কিছু ঠিকঠাক করে এগিয়ে যেতে হবে। যাতে মানুষের অনেক অভিযোগ এবং সমস্যা মিটে যায়। তিনি তার মতামত নিয়ে আমাদের কাছে গোটা ব্যাপারটা নিয়ে আলোচনা করলেন। আমাদেরও তার সাথে কথা বলে ভালো লাগল। দেখা যাক কতটা কিভাবে কি করা যায়। মানুষের কাজ করতে গেলে আমাদের আগের থেকেই চিন্তা করতে হবে। তাই আমি সেচমন্ত্রীকে আমন্ত্রন জানিয়েছিলাম এখানে আসার ব্যাপারে। তিনিও আমাদের ডাকে সারা দিয়ে ঘুরে গেলেন। এবং আমাদের জানালেন তার পক্ষে যতটা করতে পারা যায় তিনি করবেন। আমরাও আশা করছি এই ব্যাপারে আমাদের করনীয় সবকিছু আমরা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *