শিলিগুড়ির একটি ইংরেজী মাধ্যম ইষ্কুলে পালন করা হল দাদু ঠাকুমা দিবস
শিলিগুড়ি : শিলিগুড়ির একটি ইংরেজী মাধ্যমের ইষ্কুলে পালন করা হল দাদু ঠাকুমা দিবস। এই দিনটিকে আমরা মনে রাখতে চাই ওদের মনের মাধ্যম দিয়ে। আমাদের জীবনে বৃদ্ব বৃদ্বাদের মুল্য দেয় এমন মানুষ খুব কমই আছে। আমাদের সবাইকে নিজেদের নিজেদের কাজে ব্যাসত থাকতে হয় সেই কারনে আমাদের তাদের জন্য সময় বের করা সম্ভব হয় না, যারা একসময় আমাদের জন্য সবকিছু করে এসেছেন। এমনটাই জানালেন ওই ইষ্কুলেরই শিক্ষিকা মধুমিতা দত্ত রায়। তিনি আরও জানান এই দিনটিতে আমাদের ইষ্কুলের যে সব ছাত্র ছাত্রীর দাদু ঠাকুমা কিংবা দিদা আছেন তাদের নিয়ে আসা হয় । যাতে তারা একটু অন্যভাবে সময় কাটাতে পারে। আমরা আজ সবাইকে ডেকে তাদের কিছু আনন্দের মুহুর্ত উপহার দিলাম। এদিন ওই ইষ্কুলের তরফ থেকে সমস্ত বৃদ্ব বৃদ্বাদের হাতে উপহারও তুলে দেওয়া হয়। বাচ্চাদের সাথে তাদের ছবিও তুলে রেখে দেন এমনকি ইষ্কুল কতৃপক্ষও।