শিলিগুড়ির বিধান মার্কেটে পাখির দোকানগুলিতে হানা দিলেন বন দপ্তরের আধিকারিকেরা
শিলিগুড়ি : গতকাল সকালে শিলিগুড়ির বিধান মার্কেটে পাখির দোকানগুলিতে হানা দিলেন বন দপ্তরের আধিকারিকেরা। তারা শিলিগুড়ির বিধান মার্কেটের পাখির দোকানগুলিতে যান এবং পাখির খাচা সহ বেশ কয়েকটি টিয়াপাখি আটক করেন। এছারাও অন্যান্য পাখি মিলিয়ে তারা মোট দুই থেকে তিনশো পাখি আটক করেন। পাখির দোকান মালিকদের আটক করে জিঞ্জাসাবাদও করেন বন দপ্তরের আধিকারিকেরা। আটক করা পাখিগুলিকে নিয়ে আবার বন দপ্তরে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা। এদিকে শিলিগুড়ির বিধান রোড ছাড়াও রেলগেট চত্বরের বেশ কিছু পাখির দোকানেও হানা দেন বন দপ্তরের আধিকারিকেরা। তারা বেশ কিছু টিয়া এবং ময়না পাখি উদ্বার করেন বলে জানা গেছে। তারা মোট চব্বিশটি পাখির দোকানে হানা দিয়েছেন বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা। বন দপ্তরের তরফ থেকে আরো জানানো হয়েছে অনুমতি ছাড়া কেউ পাখি সে যে পাখিই হোক না কেন বিক্রি করতে চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষনা করা হবে। মোট আশিটি পাখি উদ্বার করা হয়েছে বলে জানানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। আগামীদিনে আরো অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তারা।