শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে জগধাত্রী পূজোর ২৫ বছর উপলক্ষে রক্তদান শিবির
শিলিগুড়ি : শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে জগধাত্রী পূজোর ২৫ বছর উপলক্ষে আজকে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন । বিশ্বকাপ ফাইনালের দিন হওয়ায় এদিন তুলনামুলকভাবে লোকসংখ্যা ছিল অনেকটাই কম, তবে বেশ কিছু সচেতন নাগরিকদের জন্য আজকে রক্তদান শিবির সফল হয়ে উঠল। রক্ত দিলেন শিলিগুড়ি 14নং ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ সুদিপ্ত জানা। তিনি জানালেন শুধুমাত্র আজকেই নয় আমি রক্ত দিচ্ছি অনেক বছর আগের থেকেই। আমার রক্ত যদি মানুষের কাজে লাগে এর চাইতে বড় প্রাপ্তি আর কিই বা হতে পারে আমার কাছে। রক্তদান মহা দান। আমি গর্বিত আমি এই রক্ত দানের মত মহান কাজে নিজেকে জড়িয়ে রাখতে পেরেছি। এদিন রক্ত দান অনেক মহিলাও। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম রাজু দাস জানান আমি নিজেও রক্ত দিতে ভালোবাসী। আর আমি সবাইকে বলব রক্ত দিতে। সবাই রক্ত দিন এবং নিজেকে এই মহান কাজের মধ্যে যুক্ত করুন। এদিন রক্ত দান করেন অনেক ছাত্রছাত্রীরাও। সবমিলিয়ে বিশ্বকাপ ফাইনালের দিন রক্তদান একটা আলাদা মাত্রা তৈরী করে দিল।