শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে পালন করা হল জওহরলাল নেহেরুর একশো পয়ত্রিশ তম জন্মবার্ষিকী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল শিলিগুড়ি পুর নিগমে, আজ সকালে মেয়র গৌতম দেব শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে। মেয়র জানান তার জন্মদিন আজকের দিনে শিশুদিবস বলে পালিত হয়। তিনি বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসতেন, বাচ্চাদের সাথে বন্ধুর মতন মিশতেন।তিনি বলতেন বাচ্চাদের সাথে মিশে থাকলে ওদের মতন মন পাওয়া যায়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। একজন প্রধানমন্ত্রী হয়েও খুব সাধারনভাবে দিন কাটাতেন তিনি। আজকে তার জন্মদিন তাই শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল। এদিন জওহরলাল নেহেরূর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সি এবং বোরো চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলারেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *