শীতের বাজারে আগুন দাম মাছের, শিলিগুড়ির সাধারণ মানুষ চরম নাজেহাল মাছ কিনতে গিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : নভেম্বর পার হয়ে ডিসেম্বর শুরু শিলিগুড়িতে পড়ছে শীত। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে জিনিসের দাম। শিলিগুড়িতে সবচাইতে দাম বাড়ছে মাছের। বিয়ের বাজারে বাড়ির জন্য মাছ কিনতে গিয়ে একেবারেই নাজেহাল হয়ে পড়ছেন সাধারন মানুষ। শিলিগুড়ির সবকটি প্রধান বাজারেই বেশ চড়া মাছের দাম। কি বড় মাছ কি ছোটমাছ আগুন দাম মাছের। শিলিগুড়ির বিধান মার্কেট এবং হায়দাড়পাড়া বাজারে চড়চড়িয়ে বেড়েই চলেছে মাছের দাম। বাদ যায় নি সুভাষপল্লী বাজারও। ছোট এবং বড় মাছ যেই মাছই হোক না দাম জিঞ্জাসা করলে খালি হাতে ব্যাগ নিয়ে ফিরছেন সাধারন মানুষ। বিয়ের বাজারে মাছের দাম যাই চাচ্ছেন বিক্রেতারা তাই দিয়ে দিচ্ছেন ক্রেতারা। আর এর ফলে দাম শুনে মাংশ অথবা ডিম কিনেই সন্তুষ্ট থাকছেন সাধারন মানুষ। অনেকেই জানিয়েছেন মাছের চাইতে মাংশের দাম বাজারে অনেকটাই কম, তাই বাড়িতে লোক আসলে মাছের চাইতে মাংশ কিনছেন সবাই। কেন এত বেড়েছে মাছের দাম? জানালেন এক মাছ বিক্রেতা, কিছু কিছু জায়গায় মাছ বিক্রি কমে গেছে ফলে অনেকেই মাছ কম আনছেন আর যারা যারা মাছ কিনে আনছেন একেবারেই চড়া দামে কিনছেন আর তাই বাধ্য হয়ে বিক্রি করছেন চড়া দামে। আর দ্বিতীয়ত বৃষ্টির কারনে সমস্যা তৈরী হচ্ছে। ট্রাকের ভাড়া বেশী হওয়ায় বিক্রেতারাও সমস্যায় পড়ে যাচ্ছেন। তবে মাছের দাম কমবে জানিয়েছেন মাছের এক পাইকারি বিক্রেতা। তিনি জানিয়েছেন ডিসেম্বর এর মাঝামাঝি আসলেই কমে যাবে মাছের দাম। তবে সেটা কবে? তারই অপেক্ষায় শিলিগুড়ির অপামর মৎসপ্রেমী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *