করোনা নিয়ে কংগ্রেসের শ্বেতপত্র প্রকাশ কেন্দ্রকে সাহায্য করতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের রাহুল গান্ধি সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনায়৷ তাছাড়া কেরলের ওয়েনাড়ের এই সাংসদ এমনকি শ্বেতপত্র প্রকাশ করার কথাও জানালেন করোনা নিয়ে৷ তাঁর আরও দাবি, শ্বেতপত্র প্রকাশ করা হবে করোনার তৃতীয় ওয়েভে কেন্দ্রকে সাহায্য করার জন্যই৷ উল্লেখ্য, গত মার্চ থেকে গোটা দেশ কার্যত জেরবার করোনার দ্বিতীয় ওয়েভে৷ এর সঙ্গে রয়েছে তৃতীয় ওয়েভের ভ্রুকূটি৷ বিশেষজ্ঞরা এখন থেকেই পূর্বাভাস দিচ্ছেন যে আরও ভয়ঙ্কর হতে পারে তৃতীয় ওয়েভের পরিণতি ৷ এবার রাহুল গান্ধি সরব হলেন সেই নিয়েই ৷ তাঁর কথায়, ‘‘এই দেশে করোনা ভয়ঙ্কর আকার নেবে তৃতীয় ওয়েভ।

তিনি অবশ্য কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে আসছেন করোনা অতিমারির শুরু থেকেই ৷ বারবার টুইট করে কটাক্ষ করেছেন কেন্দ্রের একাধিক নীতি নিয়েও৷ মঙ্গলবারও তিনি কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন টুইটারকে মাধ্যম করেই ৷রাহুলের আরও বক্তব্য, ‘‘দ্বিতীয় ওয়েভে আটকানো যেত ৯০ শতাংশ মানুষের মৃত্যু৷ অক্সিজেনের অভাবই ছিল মৃত্যুর সবচেয়ে বড় কারণ৷ ওই পরিবারগুলির কান্না মুছে ফেলতে পারবে না প্রধানমন্ত্রীর কান্না৷ তাঁর কান্না বাঁচাতেও পারবে না এমনকি ওই পরিবারগুলিকে৷ কিন্তু অক্সিজেনই পারতো ওই পরিবার গুলির কান্না মুছে ফেলতে৷ কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখে নিজের সব নজর দিয়ে রেখেছিলেন বাংলার নির্বাচনের উপরই৷’’

তাই তিনি জানান করোনা নিয়ন্ত্রণে সরকারের কোন কোন ক্ষেত্রে খামতি রয়েছে, সেগুলি নিয়েই কংগ্রেসের তরফে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে৷ তাঁর আশা, সরকারের তরফে ভবিষ্যতে সমাধান করা হোক এই সমস্যাগুলি । রাহুলের আরও দাবি, করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রের থাকা উচিত সঠিক টিকাকরণ নীতি৷ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে ১০০ শতাংশ টিকাকরণও৷ এর সঙ্গে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল হাসপাতালগুলিতেও পর্যাপ্ত বেড ও অক্সিজেন-সহ অনান্য ব্যবস্থা করা ৷

প্রসঙ্গত, সোমবার সারা দেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৮৬.১৬ লক্ষ মানুষকে৷ এর প্রশংসা করেছেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ৷ তবে তাঁর দাবি, নিয়মিত চালিয়ে যেতে হবে এই প্রয়াস ৷একই সঙ্গে করোনা অতিমারি কেন্দ্রের বিভিন্ন নীতি নিয়ে এদিন রাহুল গান্ধি ফের সমালোচনায় সরব হয়েছেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *