শুধুই হালকা বৃষ্টি মিলবে দক্ষিণ বঙ্গে, জারি থাকবে অস্বস্তিকর আবওহাওয়া
বেস্ট কলকাতা নিউজ : মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও।তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। আলিপুর হাওয়া অফিস এমনটাই জানিয়েছে। তবে দক্ষিনবঙ্গে এখনই তৈরী হচ্ছে না উত্তরবঙ্গের মতো ভালো পরিমান বৃষ্টির সম্ভাবনা।
তবে এক যুগে সর্বোচ্চ বৃষ্টি হয় জুন মাসে। গত ১২ বছরে এমন বৃষ্টি দেখা যায়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস। এই সময়ে ১৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম—চারটি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি হওয়ার পাশাপাশি এবছর ভারী বর্ষন পেয়েছে মধ্য ভারতও। ভালো বৃষ্টি হওয়ায় উপকৃত হয়েছে কৃষকরাও।
খরিফ শস্যের বীজ বপনের তথ্যে নজর রাখলে দেখা যাবে এই মরশুমে ইতিমধ্যে চাষের কাজ শুরু হয়ে গিয়েছে ৩১৫.৬ লাখ হেক্টর জমিতে। স্বাভাবিকের চেয়ে ৫.৭ লাখ হেক্টর বেশি হয়েছে ধানের বীজ বপন। পিছিয়ে নেই ডাল, তৈল বীজ এবং তুলোর চাষও।