সংক্রমণ ছাড়ালো ৮৫,০০০! এখনও রাজ্যের চিন্তা ক্রমশ বাড়ছে শহর কলকাতা নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে আক্রান্তের সংখ্যাটা বাড়তে বাড়তে ৮৫ হাজার ছাড়াল শহর কলকাতায় ৷ তারপরই রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলা৷ এই জেলায় আক্রান্তর সংখ্যা ছাড়াল ৮০ হাজার৷ এমনকি মৃত্যুর নিরিখেও প্রথম স্থানে আছে শহর কলকাতা, তারপর উত্তর ২৪ পরগণা জেলা৷ করোনা সংক্রমণ নিয়ে রাজ্যের চিন্তা ক্রমশ বাড়াচ্ছে দু’টি জেলাই৷ এই জেলা দু’টি হল শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ এই দুই জেলার সংক্রমণ ও মৃত্যু কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনেই আক্রান্ত হয়েছে ৮৫৫ জন৷ ফলে এই পর্যন্ত শহরে মোট আক্রান্ত গিয়ে দাঁড়ালো ৮৫ হাজার ৬৯০ জন৷অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় একদিনেই ৮৩৬ জন ফের আক্রান্ত হয়েছে নতুন করে৷ যার ফলে এই জেলায় আক্রান্তে সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ৮০ হাজার ৫৬১ জন৷দুই জেলায় এই পর্যন্ত মোট আক্রান্ত ১ লক্ষ ৬৬ হাজার ২৫১ জন৷ আর বাকি ২১ জেলায় মোট আক্রান্ত ২ লক্ষ ২৭ হাজার ২৭৩ জন৷ ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ লক্ষ ৯৩ হাজার ৫২৪ জন৷একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের৷ আর উত্তর ২৪ পরগণায় ১৪ জন৷ এই দুই জেলায় একদিনে মৃত্যু হয়েছে মোট ২৯ জনের৷ এবং বাকি ২১ জেলায় একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের৷ ফলে বাংলায় একদিনে মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *