সপ্তাহ শুরু হল তীব্র দাবদাহর মধ্যে দিয়ে , ধেয়ে আসছে এমনকি ঘূর্ণি ঝড়ও
বেস্ট কলকাতা নিউজ : আবহাওয়া বিভাগের সতর্কতা জুন মাসের শুরুর সপ্তাহটি তীব্র দাবদাহের জ্বালা থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। আগামী ২ জুন থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে। চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাপপ্রবাহের পর পরই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটু ঘূর্ণিঝড়। এটি ভারতীয় উপকূলের দুই রাজ্য পশ্চিমবঙ্গ আর ওড়িশার দিকে মুখ ঘোরাতে পারে এমন সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গে আপাতত তাপপ্রবাহ নেই। কিন্তু জুন মাসের ২ তারিখের পর থেকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। কলকাতাতেও তাপমাত্রা বাড়বে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে।