সমস্ত চাকরিহারা শিক্ষকদের বেতন বন্ধের জন্য স্কুলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির নির্দেশ জেলা বিদ্যালয় পরিদর্শকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সমস্ত চাকরিহারা শিক্ষকদের বেতন বন্ধের জন্য স্কুলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির নির্দেশ জেলা বিদ্যালয় পরিদর্শকের। তিনি জানিয়েছেন এই রায় সুপ্রিম কোর্টের , আর এখানে এক দুজনের ভবিষ্যৎ লুকিয়ে নেই আছে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, এবং তার সাথে শিক্ষক শিক্ষিকাদেরও। যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই তো কোন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যাওয়াটা তাদের জন্যই ঠিক হবে না। যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটা পরিচ্ছন্নভাবে সকলে সামনে আসছে ততক্ষণ পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের স্কুলে চাকরি করা এবং স্কুলে গিয়ে পড়ানো কোনভাবেই উচিত না। এতে আরো ক্ষতি হতে পারে।

এদিকে এই নির্দেশ চলে এসেছে উত্তরবঙ্গের বিভিন্ন হাইস্কুলেও। এর ফলে ইচ্ছে থাকলেও কোন শিক্ষক-শিক্ষিকাই খুব সম্ভবত যোগ দিতে পারছেন না। আপনারা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করুন, স্কুল গুলিকে এই নির্দেশ দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। কাজেই আপাতত টাকা পাওয়া তো দূরের কথা, স্কুলে গিয়ে পড়ানোর স্বপ্ন আপাতত থাকছে না শিক্ষক শিক্ষিকাদের কাছে। তারা সেভাবেই তৈরি হন এমনটাই নির্দেশ কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *