সময় লেগেছে ১০ বছর, প্রস্তুতি সম্পন্ন হলো বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলের
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে সম্পূর্ণ হল মানালি ও লে-হ এর মধ্যে যোগাযোগ স্থাপনকারী অটল টানেলের কাজ। প্রায় ১০ বছর সময় লেগেছে কাজটি সম্পূর্ণ করতে।এটি পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে টানেল যা প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এই টানেল মানালি থেকে লে-হ এর মধ্যে দূরত্ব কম করে দেবে ৪৬ কিলোমিটার। যার ফলে মানালি থেকে লে-হ সফরের সময় কমে যাবে ৪ ঘণ্টা।
এপ্রসঙ্গে প্রধান ইঞ্জিনিয়ার বলেন, ” ১০ বছর সময় লেগেছে অটল টানেল তৈরি করতে। এছাড়াও CCTV ক্যামেরা রয়েছে এই টানেলের প্রতি ৬০ মিটার অন্তর অন্তর। অগ্নিনির্বাপক ব্যবস্থাও রয়েছে এমনকি টানেলের ভিতর। অনেক বাধা এসেছে টানেলটি তৈরি করতেও । অবশেষে টানেলের কাজ সম্পূর্ণ করা গিয়েছে ১০ বছরের চেষ্টায়। “গুরুত্বপূর্ণ এই টানেলটি যোগাযোগ নিশ্চিত করবে সবরকম আবহাওয়ায়। প্রসঙ্গত,এই টানেলটি তৈরির কাজ শুরু হয় ২০০২ সালের ৩ জুন । ২০১৯ সালে অটল বিহারী বাজপেয়ীর নামে টানেলের নাম রাখা হয়।