সাধারন মানের জীবনযাত্রা কোটিপতি ঘরের বৌ হয়েও, এমনটাই জীবন দর্শন গরীবের বন্ধু এবং সাথী শিলিগুড়ির কাউন্সিলার শ্রাবনী দত্তের
শিলিগুড়ি : বর্ষার রেইনকোট অথবা শীতের পোশাক কিংবা পূজোর সরঞ্জাম। শিলিগুড়ির কাউন্সিলার এবং এম আই সি শ্রাবনী দত্ত মনে করেই এইভাবে মানুষের পাশে থাকা যায়। কোটিপতি ঘরের বৌ হলেও একেবারেই সাধারন মানের জীবনযাত্রা তার। শ্রাবনী দত্তের জীবন দর্শন এমনটাই। তিনি মনে করেন নিজে আনন্দ পেলেই শুধুমাত্র হয় না অন্যকেও আনন্দ দিতে হয় তবেই জয় হয়। আমি আমার ওয়ার্ডের মানুষের জন্য চিন্তা করি। কারন ওরা আমাকে ভোট দিয়ে জেতায়। সবকিছু সবাইকে দিতে হয় তবেই হয় আসল জয়। আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। এই মানুষেরা অনেক অনেক দিন থেকেই নানা সমস্যা নিয়ে চলছে তাই আমাদের উচিত পাশে দাড়ানো। আমাদের পক্ষে সম্ভব হয় না। অন্য কিছু নিয়ে না চললেও এই গরীবদের পাশে দাড়ানো একান্তই দরকার আমাদের তাই আমি দাড়াই ওদের পাশে।জানালেন শ্রাবনী দত্ত।