সাহুডাঙ্গীর কামাত পাড়ায় ফাঁকা বাড়ি পেয়ে দুঃসাহসিক চুরি,ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

সাহুডাঙ্গী : সাহুডাঙ্গীর কামাত পাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ফাঁকা বাড়ি পেয়ে ,ঘটনার জেরে এদিন ব্যাপক চাঞ্চল্যও ছড়ায় এলাকায়। জানা গেছে গৃহকর্তা এবং তার পরিবারের লোকজন বাইরে গিয়েছিল ন সেই ফাঁকে এদিন সব জিনিস পত্র চুরি করে পালিয়ে যায় চোর। গৃহকর্তা বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ি ফাঁকা, দরজা-জানলা সব খোলা চোর সবকিছু চুরি করে পালিয়ে গেছে। চিৎকার করে তিনি তখন তার প্রতিবেশীদের ডাকেন। এদিকে প্রতিবেশীরা দৌড়ে আসেন এবং দেখেন সত্যি সত্যি চোর চুরি করে নিয়ে পালিয়েছে। গৃহকর্তা এদিন জানান সন্দেহ হচ্ছে না কাউকে । তবে ইদানিং পাড়ায় চোরের উপদ্রব বেড়েছে। তাই এই চুরি, পুলিশ ঘটনাটির তদন্ত করছে। এমনকি এলাকার মানুষজনও জানান এইসব কাজ বাইরের লোকেদেরই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *