সুন্দরবনের কুলতলি ব্লকে স্বরাজ ইন্ডিয়া’র “স্বাধীনতা দিবস পদযাত্রা”; অংশগ্রহণ করলেন ছাত্রছাত্রী ও মহিলারা
কোলকাতা, ১৫ আগস্ট, ২০২২: আজ, ১৫ আগস্ট ২০২২, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে স্বরাজ ইন্ডিয়া স্বরাজের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে “স্বাধীনতা দিবস পদযাত্রা” ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে উদযাপন করল। এই বর্ণাঢ্য কর্মসূচি সুন্দরবনের কুলতলি ব্লকে অনুষ্ঠিত হয়। কর্মসূচি তে যুক্ত হয় দেশের অগ্রণী কৃষক-খেত মজুর সংগঠন, জয় কিষাণ আন্দোলন।
৭৫তম স্বাধীনতা দিবসে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের প্রসঙ্গে স্বরাজ ইন্ডিয়া প্রশ্ন তোলে: স্বাধীনতার ৭৫ বছর পরেও কেন নারী নির্যাতন, মানব পাচার, নাবালিকা বিবাহ, শিশুশ্রম ঘটেই চলেছে? এইসব ভয়াবহ সামাজিক অসুখ থেকে দেশকে মুক্ত করার বার্তা নিয়ে স্বরাজ ইন্ডিয়া এলাকার ছাত্রছাত্রী এবং মহিলাদের নিয়ে এক বিশেষ পদযাত্রার আয়োজন করে। ছাত্রছাত্রী ও মহিলারা স্বরাজের পথে সামিল হয়ে ৭৫তম স্বাধীনাতা দিবসে স্লোগান দেন “আর নয় যৌন হেনস্তা, আর নয় শিশুশ্রম, আর নয় নাবালিকা বিবাহ।”