সুন্দরবনের ৬ যুবতিকে উদ্ধার করা হল বিহার থেকে
বেস্ট কলকাতা নিউজ :ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ সুন্দরবন এলাকার ৬ যুবতিকে উদ্ধার করল বিহারের পূর্ব চম্পারণ থেকে। তাঁদের একটি তালা বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয় মোবাইলের টাওয়ার লোকেশন দেখে।
জানা গেছে , লকডাউনের সময় বিয়েবাড়িতে নাচের কাজ দেওয়ার টোপ দিয়ে লতিকা নামের এক মহিলা সুন্দরবন এলাকার ৩ যুবতিকে নিয়ে যায় বিহারের পূর্ব চম্পারণে। আরও অভিযোগ, ওই মহিলা তাঁদের উপর অত্যাচার শুরু করে বিহারে নিয়ে গিয়েই। মোট ছ’জনকে একটি ঘরে বন্দী করে রাখা হয়। মাস তিনেক পর লুকিয়ে বাড়িতে ফোন করে সব ঘটনা জানান এক যুবতি। এর পরেই ডায়মন্ড হারবার মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। অভিযোগের ভিত্তিতে মহিলা থানার আধিকারিক অমৃতা দাস তাঁদের অবস্থান চিহ্নিত করেন মোবাইলের টাওয়ার লোকেশন থেকে।
৭ জানুয়ারি বিহার রওনা দেয় অমৃতা দাস সহ ৬ সদস্যের মহিলা পুলিশের একটি বিশেষ দল। সেখানে গিয়ে পুলিশ মোট ছ’জনকে উদ্ধার করে পূর্ব চম্পারণের কুন্দওয়ার থেকে। উদ্ধার হওয়া অন্য তিন যুবতিও সুন্দরবন এলাকার বাসিন্দা। তাঁদের পাচারের পরিকল্পনা ছিল বলেই তদন্তকারীরা মনে করছেন।