হাইকোর্টের গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিটফান্ড মামলায়, লগ্নিকারীরা দেখছেন আশার আলো
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্ট বড়সড় পদক্ষেপ করছে রাজ্যে চিটফান্ড মামলার বিচারের ক্ষেত্রে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তত্কালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেলুরের ডিভিশন বেঞ্চ বিশেষ বেঞ্চ তৈরি করে দিয়েছিলেন বেআইনি অর্থলগ্নি সংস্থা গুলিতে টাকা রেখে প্রতারিত হওয়া রাজ্যের কোটি কোটি মানুষকে ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করতে ও দ্রুত মামলার নিস্পত্তির জন্য। সেই বেঞ্চেই মূলত শুনানি হত টাকা ফেরানো, সম্পত্তি বিক্রি, সম্পত্তির হিসেব নিকেষ সহ বিভিন্ন ইস্যুর। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল শুক্রবার উদ্যোগী হন যাবতীয় মামলার শুনানির জন্য।
এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন , এখন থেকে তিনি শুনবেন যে কোনো একটি চিটফান্ড সংস্থার যাবতীয় মামলা । যদিও কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এতে প্রবল আপত্তি জানান। তাঁর বক্তব্য ছিল, সব একসঙ্গে কী করে শোনা সম্ভব একইসঙ্গে জনস্বার্থ মামলা অন্যদিকে সেই প্রতিষ্ঠানেরই ধৃতদের জামিনের মামলা? তাতে আমল না দিয়ে প্রধান বিচারপতি জানিয়ে দেন, এখন থেকে প্রতিদিন তিনি কিছু কিছু করে এই মামলা শুনবেন। এদিকে আইনজীবীরা মনে করছেন এক ছাতার তলায় একটি বেআইনি সংস্থার বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগের নিষ্পত্তির সুযোগ থাকলে তা প্রতারিতদের জন্য ইতিবাচক হবে বলেই। এতে তাদের ধারণা দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হবে বলেও।
প্রসঙ্গত , চিটফান্ড সংক্রান্ত বহু মামলা হাইকোর্টে ঝুলে আছে বহু দিন ধরেই। প্রায় রয়েছে শতাধিক মামলা। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিজের এজলাসে নিয়ে নেন সমস্ত মামলাই। প্রচুর মানুষ লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন চিটফান্ডগুলিতে টাকা রেখে। তাই বলা যায় এই পদক্ষেপ তাদের নতুন করে আশা জাগাল বলেই। এদিকে, এই ইস্যুতে আইনজীবীদের একাংশ মনে করছে, করোনা পরিস্থিতিতে ভালই হবে মানুষের হাতে টাকা এলে।