হিড়িক পড়লো আবেদনের , কলকাতা পুলিশ মহিলাদের সুরক্ষার লক্ষ্যে ফের আয়োজন করবে ‘তেজস্বিনী’ কর্মশালার
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পুলিশ আয়োজিত ‘তেজস্বিনী’-র চতুর্থ পর্ব শেষ হল চলতি সপ্তাহের গত বুধবার৷ এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল মহিলাদের আত্মরক্ষার প্রাথমিক পাঠ দেওয়ার লক্ষ্যেই৷ কলকাতা পুলিশ এই পর্বে পাঁচ দিনের কর্মশালা শেষে জানিয়েছে, ফের আয়োজন করা হবে এই বিশেষ কর্মশালা ‘তেজস্বিনীর’৷
এবারের কর্মশালায় যাঁরা অংশগ্রহণ করতে পারেননি পরবর্তী পর্যায়ে কর্মশালায় তাঁরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন৷ কলকাতা পুলিশের উদ্যোগে এই কর্মশালায় মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ নিখরচায় ৷পরবর্তী কর্মশালা ফের আয়োজন কবে হবে, তার জন্য নজর রাখতে বলা হয়েছে কলকাতা পুলিশের ফেসবুক পেজে৷
লালবাজার সূত্রে আরো খবর রোজ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ,গত ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর। এবারও মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য বিশেষ এই কর্মশালায় আশাতীত সাড়া পাওয়া গেছে ৷ যে উৎসাহ আর উদ্যম নিয়ে মহিলারা অংশ নিয়েছেন,তাতে একরকম অভিভূত কলকাতা পুলিশও৷
প্রসঙ্গত ,করোনা পরিস্থিতিতেও এই কর্মশালায় অংশ নেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন প্রায় দেড় হাজার জন৷ কিন্তু কলকাতা পুলিশ প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে চতুর্থ দফার বিশেষ এই কর্মশালা ‘তেজস্বিনী’তে মাত্র ৩০০ জনকে সুযোগ দিতে পেরেছে এমনকি সম্পূর্ণ বিনামূল্যে৷