১১টায় নয়, দুপুর ২টোয় হতে চলেছে নারদ মামলায় ৪ নেতা মন্ত্রীর শুনানি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে পিছিয়ে গেল নারদ মামলার শুনানি। মামলাটির শুনানি হবে বৃহস্পতিবার সকাল ১১টার বদলে দুপুর ২টো থেকে । সকাল সাড়ে ১০টা নাগাদ হাই কোর্টের তরফে বিষয়টি জানানো হয়েছে একটি নির্দেশিকায়। তবে আইনজীবীদের একাংশের ধারণা শুনানি পিছোলেও আদালত রাজ্যের ৪ ওজনদার নেতা-মন্ত্রীর জামিন মামলার রায় জানাবে বৃহস্পতিবারই।

নারদ মামলায় আপাতত গৃহবন্দি অভিযুক্ত ৪ নেতা-মন্ত্রী ফিরহাদ, সুব্রত, মদন, শোভনরা। তাঁদের জামিনের আবেদন নিয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আবেদন করেছিলেন। সোমবার ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে জামিন মামলাটির শুনানি ছিল। এরপর মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।

প্রথমে বুধ এবং বৃহস্পতিবার হাই কোর্টের কাজ বন্ধ হওয়ার কথা ছিল ঘূর্ণিঝড় ইয়াসের কারণে। পরে দুর্যোগ কেটে যাওয়ায় কলকাতা হাই কোর্ট জানায় বৃহস্পতিবার নির্ধারিত সময়েই নারদ মামলাটির শুনানি হবে বলেই। পরে বৃহস্পতিবার সকালে তারা জানায়, শুনানি কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে। সকাল ১১টার বদলে দুপুর ২টোয় মামলাটি উঠবে বৃহত্তর বেঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *