১২ রাউণ্ড গুলি ২২ সেকেন্ডেই! প্রথম পরিকল্পনা ভেস্তে যাওয়াতেই ‘প্ল্যান বি’? আতিক আহমেদ হত্যা মামলায় সামনে এলো এমনই এক চাঞ্চল্যকর তথ্য
বেস্ট কলকাতা নিউজ : ২২ সেকেন্ডেই ১২ রাউণ্ড গুলি! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো আতিক আহমেদ হত্যা মামলায় । জানা গিয়েছে তিন অভিযুক্ত আগের দিনই আতিককে খুনের ছক কষে । কিন্তু প্রয়াগরাজ আদালতে নিয়ে যাওয়ার পথে তাদের সেই প্ল্যান বানচাল হয় কড়া পুলিশি প্রহরায়। এরপরই আতিককে খুন করতে আততায়ীরা ‘প্ল্যান বি’র আশ্রয় নেয়।
এফআইআর অনুসারে, আতিক আহমেদ এবং আশরাফ মিডিয়ার সঙ্গে কথা বলতে শুরু করার মুহুর্তেই তার মাইক এবং ক্যামেরা ফেলে দেয় এবং হাতে পিস্তল তুলে তাদের লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। খুনিদের মধ্যে একজন সানি সিং জেরায় জানিয়েছে, কোন এক গ্যাংস্টারের কাছ থেকে সানি ২০২১ সালে জিগানা পিস্তলটি পায়, তারপর সেই বছরই ডিসেম্বরে সেই গ্যাংস্টারের মৃত্যুর পর থেকে সেই জিগানা পিস্তলটি তার কাছেই ছিল। এদিকে সূত্রের খবর, তদন্তকারীরা তিনজনের নারকো টেস্ট করাতে পারেন বিবৃতির সত্যতা পরীক্ষা করতে।
এদিকে এফআইআর অনুসারে “হত্যার কারণ হিসাবে আসামি জানায়, আতিক ও আশরাফ গ্যাংকে ‘খতম’ করতে অনেকদিন আগে থেকে মাস্টারপ্ল্যান তৈরি করে তারা । সঠিক সময় ও সুযোগ খুঁজে না পাওয়াতেই সেদিন তারা সাংবাদিক বেশে ভিড়ের মধ্যে অস্ত্র হাতে আতিক ও আশরাফের ওপর ঝাঁপিয়ে পড়ে ।” ‘মহারাজ’ ওরফে লাভলেশ ‘কোটি টাকার’ স্বপ্ন দেখতেন, লাভলেশের মা ঘটনা প্রসঙ্গে বলেছেন, “ভুল সঙ্গ ছেলেকে নষ্ট করেছে”, প্রতিক্রিয়ায় বাবা বলেন, “ছেলের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই”। আপাতত জেল হেফাজতে রয়েছে বান্দার বাসিন্দা লাভলেশ তিওয়ারি, হামিরপুরের বাসিন্দা সানি সিং এবং কাসগঞ্জের বাসিন্দা অরুণ মৌর্য ।
অন্যদিকে, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে মোট ১০২টি মামলা রয়েছে মাফিয়া থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আতিক আহমেদের বিরুদ্ধে , যেখানে তার ভাই আশরাফ আহমেদের বিরুদ্ধে ৫৪টি মামলা রয়েছে। যদিও তার স্ত্রী, ছেলে এবং তার পরিবারের অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। আতিকের স্ত্রী এখনও পলাতক উমেশ পাল হত্যা মামলায় ।