২০ জনের মৃত্যু, জীবন বিপন্ন আরও ২০০ জনের ওপর; অক্সিজেনের হাহাকার দিল্লির হাসপাতালে
বেস্ট কলকাতা নিউজ : অক্সিজেন শেষ হয়ে এসেছিল অনেক আগেই৷এমনকি পারছিলেন না ঠিকমতো নিঃশ্বাস নিতেও ৷ চারিদিকে শুধুই হাহাকার আর হাহাকার৷ অবশ্য আর বেশিক্ষণ এই কষ্ট সহ্য করতে পারল না মুমূর্ষু শরীরগুলি৷ অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে এভাবেই ২০ জন রোগীর প্রাণ গেল দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে৷
অক্সিজেনের জন্য প্রবল হাহাকার দিল্লির হাসপাতালগুলিতে৷ একের পর এক রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অক্সিজেনের অভাবেই৷ কয়েকদিন আগেই মূলত ২৫ জন করোনা রোগীর মৃ্ত্যু হয়েছিল শ্রী গঙ্গারাম হাসপাতালে ৷ এবার সেই অক্সিজেনের অভাবেই ২০ জন রোগীর মৃত্যু হল দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যু হয়েছে ২০ জন রোগীর৷ হাসপাতালে যা অক্সিজেন মজুত আছে তাতে খুব জোর চালানো যাবে দেড় ঘণ্টা৷ কিন্তু কী হবে তারপর? তা জানা নেই কারও ৷ হাসপাতালের পক্ষ থেকে ডিকে বালুজা বলেছেন, এই মুহূর্তে জীবন বিপন্ন হাসপাতালে ভর্তি ২০০ -র বেশি রোগীর৷
এদিকে দিল্লির কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল রোগী ভরতি বন্ধ রেখেছে অক্সিজেন না থাকায়৷ এমনকী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে রোগীদেরকে৷ গতকালই করোনায় সবথেকে বেশি প্রভাব ফেলা দশ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি ৷ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদক্ষেপের জন্য হাতজোড় করে অনুরোধ করেন কেজরিওয়াল৷