২২ জানুয়ারি হতে চলেছে রাজ্যের চার পুরসভার ২২৭ ওয়ার্ডে ভোট গ্রহণ , গণনা হবে ২৫ শে জানুয়ারি
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস বিপুল জয়লাভ করেছে কলকাতা পুরসভার নির্বাচনে। আর এরপরেই নজরে রয়েছে রাজ্যের আরও চার পুরসভার নির্বাচন। এই তালিকায় রয়েছে শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর, আসানসোল। এই ৪ পুরসভার ভোটগ্রহণ হবে আগামী বছরের ২২ সে জানুয়ারি। ভোটার ফল গণনা হবে ২৫ শে জানুয়ারি।
এদিকে রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি ভোট গ্রহণ হবে শিলিগুড়ি, বিধাননগর, চনন্দদননগর এবং আসানসোল পুরনিগমের৷ ভোট গণনা হবে আগামী ২৫ জানুয়ারি৷ তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেল সংশ্লিষ্ট পুর এলাকাগুলিতে৷ ভোটগ্রহণ হবে শিলিগুড়ির ৪৭, চন্দননগরের ৩৩, বিধাননগরের ৪১ এবং আসানসোলের ১০৬টি ওয়ার্ডে। তবে হাওড়ায় পুরভোট কবে হবে, সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার এখনও কিছু জানাননি৷