৭৫তম বর্ষ কলেজপাড়া পুজো কমিটির পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হলো কলেজপাড়া শিশু উদ্যানে
শিলিগুড়ি : ৭৫তম বর্ষ কলেজপাড়া পুজো কমিটির পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হলো কলেজপাড়া শিশু উদ্যানে। মেয়র গৌতম দেব এদিন গাছে জল দিয়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন । এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের তৃণমূলের কর্মীরা। মেয়র গৌতম দেব এদিন জানান বৃক্ষরোপন করা প্রতিটি নাগরিকের প্রয়োজন । তবেই আমাদের এই পৃথিবী মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। আমি নিজেও গাছ ভালোবাসি। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবার আগে। গাছ লাগালে এই পরিবেশ বেঁচে থাকবে। আমি শিলিগুড়ি শহরের প্রত্যেক মানুষের কাছে আবেদন করছি সবাই গাছ লাগাতে উদ্যোগী হন। তবেই আমাদের কাছে এই পৃথিবী বাসযোগ্য হয়ে উঠবে। নিজেই খুরপি দিয়ে গর্ত করে এদিন বৃক্ষরোপন করলেন মেয়র। তারপর গাছ লাগালেন, তিনি জানান সারা শিলিগুড়িতে গাছ লাগানোর পরিকল্পনা আছে আমাদের দেখা যাক কি করতে পারা যায়। বাকিটা সময় বলে দেবে, এদিন এমনটাই বললেন মেয়র গৌতম দেব।
