৯ দিন বেশি অফিস ২০২২ সালে,এমনকি পুজোতেও কমছে ছুটি , নবান্ন প্রকাশ করলো সরকারি কর্মীদের ছুটির তালিকাও
বেস্ট কলকাতা নিউজ : ২০২২ সালে নটা দিন বাদ পড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটির তালিকা থেকে। আপাতত তার কোনো পরিবর্তন হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও। তবে সব থেকে বড় উৎসব দুর্গাপুজোয় সরকারি কর্মীরা ছুটি পাবেন একটানা ১১ দিন।
যে নয় রবিবারের জন্য ছুটি কমছে সে গুলো হল
২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিন
১ মে, মে দিবস
১০ জুলাই, ইদ-উদ-জোহা
২৫ সেপ্টেম্বর, মহালয়া
২ অক্টোবর, গান্ধী জয়ন্তী
৯ অক্টোবর, ফতেয়া-দোয়াজ-দহম
৯ অক্টোবর, লক্ষ্মীপুজো
৩০ অক্টোবর, ছটপুজো
২৫ ডিসেম্বর, বড়দিন
এনআইঅ্যাক্টে ছুটির দিন
১২ জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন
২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস
৫ ফেব্রুয়ারি, সরস্বতী পুজো
১৮ মার্চ, দোলযাত্রা
১৪ এপ্রিল, বিআর আম্বেদকরের জন্মদিন, একই দিনে মহাবীর জয়ন্তী
১৫ এপ্রিল বাংলা নববর্ষ, একইদিনে গুড ফ্রাইডে
৩ মে, ইজ-উল-ফিতর
৯ মে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন
১৬ মে, বুদ্ধ পূর্ণিমা
৯ অগাস্ট, মহরম
১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস
৩ অক্টোবর, মহাষ্টমী
৪ অক্টোবর, মহানবমী
৫ অক্টোবর, দশমী
২৪ অক্টোবর, কালীপুজো
৮ নভেম্বর গুরুনানকের জন্মদিন
এনআইঅ্যাক্টের সঙ্গে রাজ্য সরকারের ছুটি
১ জানুয়ারি, ইংরেজি নববর্ষ
৪ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর আগের দিন
১৪ ফেব্রুয়ারি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন
১ মার্চ, শিবরাত্রি
১৯ মার্চ, দোলের পরের দিন
৪ মে ইদ-উল-ফিতরের অতিরিক্ত ছুটি
১ জুলাই, রথযাত্রা
১৯ অগাস্ট, জন্মাষ্টমী
৩০ সেপ্টেম্বর, পঞ্চমী
১ অক্টোবর, ষষ্ঠী
৬-৮ অক্টোবর, দুর্গাপুজোর পরের ছুটি
১০ অক্টোবর, লক্ষ্মী পুজো
২৫-২৬ অক্টোবর, কালীপুজো
২৭ অক্টোবর, ভাইফোঁটা
৩১ অক্টোবর, ছটপুজো
১৫ নভেম্বর, বীরসা মুণ্ডার জন্মদিন
এছাড়া কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই দার্জিলিং এবং কালিম্পং-এ আলাদা করে ছুটি থাকবে।
ছুটি কমছে পুজোতেও : এবার ২০২২-এ সরকারি কর্মীদের পুজোয় ১১ দিন ছুটি থাকছে । ২০২১-এ যা ছিল মূলত ১৬ দিন। ২০২২-এর পুজোর ছুটি শুরু হতে চলেছে ৩০ অক্টোবর থেকেই।