হাইকোর্ট নির্দেশ দিল বেসরকারি স্কুলের ৫০শতাংশ বকেয়া ফি মেটানোর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অভিভাবকদের বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশ আগামী তিন সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে করোনা এবং লকডাউনের মধ্যে৷কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিল বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে। যাঁরা এর অন্যথা করবেন তাঁদের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপও করতে পারে পড়ুয়াদের বিরুদ্ধেও৷ বকেয়া বাকি থাকা যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের শংসাপত্র যাতে বোর্ড ইস্যু না করে হাইকোর্ট তার নির্দেশও দিয়েছে ।আদালতের তরফে এই বকেয়া ফি স্কুলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৩ রা সেপ্টেম্বরের মধ্যে৷

আদালতের তরফে এও জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের সাসপেন্ড করতে পারে বকেয়া ফি-র অর্ধেক না দিলে৷ সেই সব পড়ুয়াদের নাম বাদ করতে পারে অনলাইন থেকেও৷ এমনকি স্কুল জরিমানাও করতে পারে । এতেও কাজ না হলে কর্তৃপক্ষ স্কুল থেকে বিতাড়িত করতে পারে। এর জন্য কর্তৃপক্ষের দরকার পড়বে না আগাম কোনও নোটিশ দেওয়াও। স্কুল কর্তৃপক্ষ সাসপেন্ড করা এবং দ্বাদশ উত্তীর্ণদের ক্ষেত্রে শংসাপত্র ইস্যু না করার মতো পদক্ষেপ করতে পারে যদি আগামী ৩ রা সেপ্টেম্বরের মধ্যে নূন্যতম নির্দেশিত টাকা না মেটানো হয় সে ক্ষেত্রে৷

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের আরও বক্তব্য, বেতনের ৮০ শতাংশ টাকা দেওয়ার যে নির্দেশ আগে দেওয়া হয়েছিল দুঃখজনক সেই নির্দেশ না মানা । যদিও সার্ভিস না দিয়ে অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্কুলগুলির বিরুদ্ধে৷ তা খতিয়ে দেখা হবে আগামী শুনানিতে। হাইকোর্টের বক্তব্য, লকডাউন চলাকালীন যেমন অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে বহু পরিবারের ক্ষেত্রে , তেমনই সমস্যা দেখা যাচ্ছে স্কুলগুলি চালানোর ক্ষেত্রেও৷ এটা খুব দুঃখজনক যে বহু ক্ষেত্রে অভিভাবকরা সরকারি চাকরি করছেন এবং তাঁরা ছেলেমেয়েদের স্কুলের ফি দেননি আর্থিক সচ্ছ্বলতা থাকা সত্ত্বেও ৷ অথচ তাঁরা টাকা খরচ করছেন স্কুলের ফি দেওয়া ছাড়া সব ক্ষেত্রেই। এটা চরম উদ্বেগের এবং দুঃখজনকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *