ফিরহাদ হাকিম সিএনজি বাস চালু করলেন শহর কলকাতায়, আশ্বাস দিলেন ভাড়া কমারও
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে চালকের আসনে দেখা গেল খোদ ফিরহাদ হাকিমকেই৷পরিবহণমন্ত্রী সোমবার এভাবেই সিএনজি বাস চালু করলেন শহরে৷ মূলত রাজ্য পরিবহণ সংস্থা এই সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এবং দূষণ কমাতে৷ এদিন চালু করা হল সেই পরিষেবাই৷
এদিকে শহরে ইতিমধ্যেই বিদ্যুৎচালিত বাস চালাচ্ছে পশ্চিমবঙ্গ পরিবহণ সংস্থা৷ তার সঙ্গেই সিএনজি বাসও যুক্ত হল এদিন থেকেই৷ এদিন পরিবহণমন্ত্রী উদ্বোধন করলেন সিএনজি চালিত দু’টি বাসের৷ পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, “কলকাতায় এবার থেকে সিএনজি বাস চালু হল৷ আগামী দিনে শহরে চলবে বেশিরভাগই বিদ্যুৎচালিত এবং সিএনজি বাস৷ এতে যেমন খরচ কমবে তেমনই হ্রাস পাবে পরিবেশ দূষণের মাত্রাও৷”
মূলত ডিজেল ও পেট্রোল চালিত দু’টি বাসকে সিএনজিতে চালানোর জন্য প্রস্তত করা হচ্ছিল গত দু’মাস ধরে ৷ ফিরহাদ হাকিম এও বলেন, “পেট্রোল ও ডিজেলে বাস চালিয়ে যে খরচ হয় এই পরিকল্পনা সেই খরচকে কম করতেই । ব্যাটারি চালিত বাস চালু করার ক্ষেত্রে প্রধান অন্তরায় হল এর খরচ । তাই সিএনজি চালুর সিদ্ধান্ত নেওয়া হল । সিএনজিতে বাস চালালে খরচ অর্ধেক হয়ে যাবে । তাই সেক্ষেত্রে কমে যাবে বাসের ভাড়াও।”
আপাতত দুটি বাসকে সিএনজিতে চালানো হলেও আগামী দিনে পরিকল্পনা রয়েছে আরও বেশ কয়েকটি বাসকে সিএনজিতে রূপান্তরিত করার। শুধু সরকারি বাসই নয়, এই একই পরিকল্পনা রয়েছে বেসরকারি বাসের ক্ষেত্রেও।ডিপোগুলিতে সিএনজি সরবরাহ করার জন্য বিজিসিএল সঙ্গে ডব্লিউবিটিসির একটি চুক্তিও হয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেড এবং গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড -এর যৌথ উদ্যোগে৷ ডব্লিউবিটিসির এক কর্তা জানান, এই পদক্ষেপের ফলে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয় হবে জ্বালানির খরচের ক্ষেত্রেও৷