অবশেষে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হল পেগাসাস নিয়ে , প্রধান বিচারপতিকে চিঠি লাইভ ওয়েবকাস্টের দাবিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পেগাসাস নিয়ে যখন সংসদ প্রথম দিন থেকেই উত্তপ্ত, তখন সুপ্রিম কোর্টে অবশেষে শুরু হল এই সংক্রান্ত মামলার শুনানি৷আজ মঙ্গলবার এই মামলার শুনানি শুরু হল শীর্ষ আদালতের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে৷ তিন বিচারপতির মধ্যে একজন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা ৷ইজরায়েলে তৈরি সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে কি কেন্দ্রীয় সরকার আড়ি পেতেছে দেশের রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও সাংবাদিকদের ফোনে? আপাতত এটাই সবচেয়ে বড় প্রশ্ন ভারতবাসীর কাছে৷ এদিকে বিরোধীদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত কেন্দ্রের মোদি সরকারই৷

তাই এই নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে সত্য সামনে আনতে আদালতের নজরদারিতে তদন্ত হওয়া উচিত বলেই ৷ সুপ্রিম কোর্টে এমনকি মামলা দায়ের হয় সেই দাবিতেই৷ যে মামলারই শুনানি শুরু হল আজ মঙ্গলবার৷একই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে মামলাকারীদের জানানো হয় যে বা যাঁরা এই বিষয়ে আগ্রহী এবং প্রকাশ করতে চান নিজেদের মতামত, তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিরত থাকতে হবে এই বিষয়ে মতামত দেওয়া থেকেও৷ আর নিজেদের প্রশ্ন তুলতে হবে সুষ্ঠু একটি আলোচনার মাধ্যমে এবং সম্মান করতে হবে বিচারব্যবস্থাকেও৷ এই ক্ষেত্রে অবশ্যই মেনে চলা উচিত কিছু নিয়ম নীতি৷

পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট যে শুনানি করবে, তা লাইভ ওয়েবকাস্ট করানোর দাবি জানিয়েছে ক্যাম্পেন ফর জুডিসিয়াল অ্যাকাউন্টাবিলিটি অ্যান্ড রিফর্ম বা সিজেএআর এবং দ্য ন্যাশনাল ক্যাম্পেন ফর পিপলস রাইট টু ইনফরমেশন বা এনসিপিআরআই৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানাকে তারা এই দাবিতে একটি চিঠিও লিখেছে৷এদিকে মঙ্গলবারও সংসদ উত্তপ্ত হয়ে ওঠে পেগাসাস ইস্যুতে৷ এমনকি বিরোধীরা বিক্ষোভ দেখান লোকসভা ও রাজ্যসভায়৷ সংসদে এই নিয়ে আলোচনার দাবি তোলেন তারা৷ সরকার-পক্ষ অবশ্য কোনও সম্মতি জানায়নি এই নিয়ে আলোচনায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *