পাখির চোখ লোকসভা নির্বাচন ! ফের একবার বিরোধী ঐক্যে শান ২০২৪-এর আগে, মমতা-নীতীশ বিশেষ সাক্ষাৎ আজ সোমবার দুপুরেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মঙ্গল নয়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে চলেছেন আজ সোমবার দুপুরেই। এদিকে সূত্রের খবর, আজ দুপুর দুটোয় এই সাক্ষাৎ হবে রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে৷ পাখির চোখ মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচন। হাতে মাত্র আর সময় রোপিয়েছে এক বছর। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে দুই মুখ্যমন্ত্রীর এই বৈঠক৷

এদিকে সম্প্রতি নীতীশ কুমার দিল্লি সফরে গিয়ে সাক্ষাৎ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে। রাজধানীতে দাঁড়িয়ে নীতীশ কুমার এও জানিয়েছিলেন, তিনি দেশের সব নেতানেত্রীর সঙ্গে কথা বলতে চান বিরোধী জোট গঠনের লক্ষ্যে । এমনকি ওই সফরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও দেখা করেন নীতীশের সঙ্গে। বিরোধী জোট নিয়ে বাম নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের পর এবার নীতীশ কুমার। ফের একবার বিরোধী ঐক্যে শান দিতে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার অর্থাৎ ২৪ তারিখ নীতীশ কুমার কলকাতায় আসছেন । গত মাসে সমাজবাদী পার্টির নেতা তথা মুলায়ম সিংয়ের পুত্র অখিলেশ যাদব দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে আসেন । এরপর ওড়িশা গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। এর পর এইচ ডি কুমারস্বামী আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে। সব মিলিয়ে এই বৈঠকগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিরোধী ঐক্যে শান দিতে।

প্রসঙ্গত, একদা এনডিএ-র অন্যতম শরিক জনতা দল (ইউনাইটেড) এনডিএ-র জোট ছেড়ে বেরিয়ে আসার পরই নীতীশ কুমারের লাগাতার বৈঠক হয়ে চলেছে অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই, আলোচনা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের৷ কার্যত কে কথা শুরু করবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ এই অবস্থায় নীতীশ কুমার, আলোচনা শুরু করতে চলেছেন বলেই রাজনৈতিক মহলের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *