রাজ্য বন দফতর ১৮ কোটির অস্ত্রশস্ত্র কিনবে বনপ্রাণ শিকার ও কাঠপাচার বন্ধ করতে
বেস্ট কলকাতা নিউজ : এবার রাজ্য বন দফতর আধুনিক আগ্নেয়াস্ত্র কেনার পরিকল্পনা নিলো রাজ্যের বন সম্পদ রক্ষায়। মূলত বন দফতরের কাছে জঙ্গলের গাছ অবৈধ ভাবে কাটা, তার আশপাশে থাকা পাথর কাটা ও বন্যপ্রাণ শিকারের ঘটনার অভিযোগ এসেছে গত কয়েক মাসে। বিশেষ করে পাথর চুরির ঘটনা ক্রমে বেড়েই চলেছে উত্তরবঙ্গের জঙ্গল বা তার লাগোয়া নদীর তীরবর্তী এলাকা থেকে। আর এদিকে গাছ চুরির ঘটনাও ক্রমশ বেড়েছে রাঢ়বঙ্গ থেকে শুরু করে সুন্দরবনে। তাই বন দফতর সিদ্ধান্ত নিয়েছে, এ বার নিজেরাই পরিকাঠামো তৈরি করবে জঙ্গলের ভিতরে অপরাধমূলক ঘটনায় রাশ টানতে। সেই লক্ষ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে ১৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক অস্ত্রশস্ত্র কেনার সিদ্ধান্তও।
কোর এলাকার বনরক্ষকদের হাতে সেই অস্ত্রশস্ত্র দেখা যাবে আগামী কয়েক মাসের মধ্যেই। সেই তালিকায় থাকবে এমনকি এসএলআর, একে ৫৬, একে ৪৭-এর মতো রাইফেলও। বনরক্ষীরা এইসব অস্ত্রশস্ত্র ব্যবহার করবেন বনের ভিতরে চোরাশিকারীদের উত্পাত থেকে শুরু করে অবৈধ কাঠ পাচার রুখতে। বনরক্ষীদের প্রশিক্ষণও দেওয়া হবে এমনকি এই অস্ত্রশস্ত্র চালানোর জন্যও। এমনিতেই আগ্নেয়াস্ত্র রয়েছে বনরক্ষার দায়িত্বে থাকা রক্ষীদের হাতে। কিন্তু খুবই পুরনো ধাঁচের সেগুলি। আর চোরাশিকারিরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন জঙ্গলের সম্পদ লুঠ করতে। এ ক্ষেত্রে অস্ত্রশস্ত্র কেনার সিদ্ধান্ত হয়েছে তাদের উপযুক্ত পথে জবাব দিতে। এই কাজে মোট ১৮ কোটি টাকা খরচ করবে বন দফতর। খুব শীঘ্রই বন দফতর টেন্ডার ডাকতে চলেছে অস্ত্রশস্ত্র কেনার ব্যাপারেও।