পানিপথ আদালত কোন আসামিকে মৃত্যুদণ্ড দিল ইতিহাসে প্রথমবার
বেস্ট কলকাতা নিউজ :পানিপথ আদালত ২জনকে মৃত্যুদণ্ড দিল ১২ বছরের এক বয়সী কিশোরীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের জানুয়ারিতে। বিচারপতি সুমিত গর্গ বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা যুক্ত থাকেন কোনও অধিকার নেই তাদের সমাজে বেচেঁ থাকার। এই সমস্ত লোকেরা সমাজের জন্য বিপদ। বিচারপতি গর্গ অভিযুক্তদের মৃত্যুদণ্ড দিয়েছেন ৩০২,৩৭৬এ এবং পকশো আইনের ভিত্তিতে । সঙ্গে ধার্য করেছেন কুড়ি হাজার টাকা জরিমানাও । অভিযুক্তরা ৩৭৬ডি ধরা অনুযায়ী টাকা দিলে মৃত তরুণীর পরিবারের হাতে সেই টাকা তুলে দেওয়া হবে। এই প্রথম কোন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হল পানিপথ আদালতের ইতিহাসে ।
২০১৮ সালের ১৩ জানুয়ারি বছর ১২র কিশোরীটি সন্ধ্যে ৬টা নাগাদ বাইরে গিয়েছিল বাড়ির আবর্জনা ফেলার জন্য । তার পর থেকেই সে নিখোঁজ । কিশোরীর কোন খোঁজ না পেয়ে তার পরিবার পুলিশের দ্বারস্থ হয় সারারাত খোঁজাখুঁজির পরে। অনেক খোঁজাখুঁজির পরে ১৪ জানুয়ারি চৌপালের কাছে পুলিশ বিবস্ত্র অবস্থায় ওই কিশোরীর দেহ উদ্ধার করে। নির্যাতিতা কিশোরীর বাড়ির সদস্যরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এই ঘটনায় পুলিশ দয়ানন্দ এবং চন্দ্রভান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে । যারা ওই কিশোরীর পাড়ার বাসিন্দা। এবং অভিযুক্তরা পুলিশি জেরায় নিজেদের দোষ কবুল করেছে । নিহত কিশোরীর পরিবার খুশি আদালতের রায়ে।