অবশেষে গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের গণ ডেপুটেশন মিছিল করে
বেস্ট কলকাতা নিউজ : চাকরিপ্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন ২০১৭ সালে লিখিত ও মৌখিক পরীক্ষায়।এমনকি নামও উঠেছে তালিকায়। তবুও এখনো চাকরি জোটেনি তাঁদের কপালে । তাই চাকরিপ্রার্থীরা বুধবার গণ ডেপুটেশন জমা দিতে যান ডব্লিউবিজিডিআরবি- ২০১৭ এর গ্রুপ-ডি ওয়েটিং ঐক্য মঞ্চের তরফ থেকে। এদিন তাঁদের একটি প্রতিবাদ মিছিল করতেও দেখা যায় নিউটাউনের আকাঙ্খা মোড়ে। প্রতিবাদকারী এক চাকরিপ্রার্থী এদিন বলেন, লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে। এমনকি তাঁদের নিয়োগ করছে না এত শূন্যপদ থাকা সত্ত্বেও। এমনকি নিয়োগ করা হচ্ছে কোনও রকম নোটিস না দিয়েই। মূলত বড়সড় দুর্নীতি চলছে এমনকি নিয়োগের ক্ষেত্রেও ।
আরেক প্রতিবাদকারী জানান, বিধানসভা ভোটের পর গ্রুপ-ডি-র ছয় হাজার কর্মী নিয়োগ করা হয়েছে অস্বচ্ছতার মাধ্যমে।তাঁরা আগামী দিনে অনশন কর্মসূচির পথে হাঁটবেন আগামী একমাসের মধ্যে তাঁদের স্বচ্ছ নিয়োগের কোনও রকম ব্যবস্থা না করলে । তাতেও কোনও সুরাহা না হলে তারা স্বেচ্ছামৃত্যু কর্মসূচি নেবেন বলেও জানান।উল্লেখ্য, এর পূর্বেও তাঁরা পথে নেমেছিলেন অবিলম্বে চাকরির দাবিতে । কিন্তু তখনও আশ্বাসটুকুই জুটেছিল তাঁদের। এখন অপেক্ষার, তাঁদের দাবি মেনে নিয়োগ করা হয় কিনা।