Jio-র বড় ধাক্কা, শুধুমাত্র ডিসেম্বরেই হারিয়েছে ১ কোটিরও বেশি গ্রাহক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রিলায়েন্স জিও খেল বড়রকমের ধাক্কা। ইতিমধ্যেই জনপ্রিয় এই টেলিকম অপারেটর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে গ্রাহকেরা। আর ট্যারিফ প্ল্যানের মুল্য বৃদ্ধিই এর প্রধান কারণ। তাঁদের বক্তব্য, 2021 সালের নভেম্বরের 23 তারিখ সর্বপ্রথম এয়ারটেল ঘোষণা করেছিল প্রতিটি ট্যারিফ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হবে। ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমেছে প্রতিটি প্ল্যানের দাম বৃদ্ধি করার পরেই ।

Telephone Regulator Authority of India (TRAI) এর তরফে প্রকাশিত একটি রিপোর্টে আরও জানা গেছে, 2021 সালের ডিসেম্বর মাসে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কমেছে প্রায় 12.8 মিলিয়ন। তার মধ্যে সবথেকে বেশি কমেছে Jio-র গ্রাহক। এবং দ্বিতীয় স্থানে রয়েছে Vi, রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে Jio-র প্রায় 1.29 কোটি গ্রাহক কমেছে 2021 সালের ডিসেম্বর মাসে । এর ফলে তাদের সাবস্ক্রাইবার বা গ্রাহক সংখ্যা এসে দাঁড়িয়েছে 41.57 কোটিতে। একই অবস্থা হয়েছে Vi-এর। ওই মাসেই Vi হারিয়েছে প্রায় 16.14 লাখ গ্রাহক । ফলে তাদের গ্রাহক সংখ্যা 26.55 কোটি এসে দাঁড়িয়েছে। যদিও এর ঠিক উল্টো অবস্থা Bharti Airtel এর। Jio এবং Airtel যখন গ্রাহক হারিয়েছে তখন Airtel সমর্থ হয়েছে 4.75 লাখ গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে। এবং তাদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 3.5 কোটি। যদিও 2021 সালের নভেম্বরে Airtel এবং Jio দুটি সংস্থাই বাড়িয়েছিল তাদের গ্রাহক সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *