ট্রেনের ধাক্কায় অন্তত ৫ জনের মৃত্যু হল শ্রীকাকুলামে, আহত এমনকি বেশ কয়েকজনও
বেস্ট কলকাতা নিউজ : পাঁচ যাত্রীর মৃত্যু হল কোনারক এক্সপ্রেসের ধাক্কায়৷ সোমাবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার বাথুয়ায়৷ শ্রীকাকুলাম প্রশাসনের তরফে এও জানানো হয়েছে, ওই পাঁচ যাত্রী যাত্রা করছিলেন গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে৷ বাথুয়ায় একটি নির্জন এলাকায় ট্রেনটি দাঁড়িয়ে যায় যান্ত্রিক গোলযোগের কারণে৷ সেই সময় ওই পাঁচজন পাশের রেললাইন উঠে পড়েন ট্রেন থেকে নিচে নেমে৷ তখনই উল্টোদিক থেকে দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে কোনারক এক্সপ্রেস৷ কয়েকজন এই ঘটনায় আহতও হয়েছেন ৷
শ্রীকাকুলামের পুলিশ সুপার জানিয়েছেন, ‘‘ ট্রেনের চেন টানেন গুয়াহাটি এক্সপ্রেসের কোনও এক যাত্রী৷ ফলে ট্রেনটি দাঁড়িয়ে যায়৷ ওই ৫ জন লাইন পার করে যাওয়া চেষ্টা করছিলেন ট্রেন থেকে নেমে৷ তখনই তাঁদের ধাক্কা মারে উল্টোদিকের লাইন দিয়ে আসা কোনারক এক্সপ্রেস এবং তাঁরা ঘটনাস্থলেই মারা যান ৷’’ দেহগুলিকে উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে৷
এই ঘটনায় যাত্রীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি৷ পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পরিস্থিতির উপর নজর রাখতে৷ সেই সঙ্গে মৃত এবং আহতদের পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করতে সচিবালয়কে নির্দেশ দিয়েছেন৷ পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী নিজে এই দুর্ঘটনায় বিবৃতি দেন এবং ব্যক্তিগতভাবে নজরদারি চালান উদ্ধারকাজে৷ মৃতদের মধ্যে ৩ জনকে শনাক্ত করা গিয়েছে ৷ দু’জন অসমের বাসিন্দা এবং একজন ওড়িশার ব্রহ্মপুরম এলাকার বাসিন্দা ৷ আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে শ্রীকাকুলামে৷ শ্রীকাকুলামের জেলাশাসক হাসপাতালে যান এবং পরিস্থিতি পর্যালোচনা করে দেখেন ৷