ইন্দো-নেপাল সীমান্ত থেকে হরিণের শিং উদ্ধার শিলিগুড়িতে ! আটক হল ঝাড়খন্ডের দুই বাসিন্দা
বেস্ট কলকাতা নিউজ : সোমবার রাতে দেড় কেজি ওজনের পূর্ণবয়ষ্ক হরিণের শিং উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্তবর্তী এলকা থেকে । ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত বিহার সীমান্তবর্তী লাগোয়া খড়িবাড়ি চেকরমারি এলকায়। এসএসবি হরিণের শিং সহ দু’জনকে আটক করে।বনদপ্তরের প্রাথমিক অনুমান ওই দুই পাচারকারীর নেপালে পাচারের পরিকল্পনা ছিল হরিণের শিং’টি । মঙ্গলবার ধৃতদের নিজেদের হেপাজতে নেওয়ার আর্জি জানিয়ে তোলা হবে শিলিগুড়ি মহকুমা আদালতে।
হরিণের শিং কোথা থেকে নিয়ে কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা জানতে বনদপ্তর তদন্ত শুরু করেছে বলে ঘোষপুকুর রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন ।বন্দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তিরা হলেন, ৬৭ বছর বয়সী অনিল কুমার প্রামানিক। ও ৪১ বছর বয়েসী মহম্মদ রশিদ। এরা দু’জনই ঝড়খন্ডের সাহেবগঞ্জ জেলার বাসিন্দা।