উত্তরবঙ্গের বিমানবন্দরের পরিষেবা বন্ধ হল ভারী বর্ষার জেরে ! নামতেই পারল না এমনকি ১০টি বিমান
বেস্ট কলকাতা নিউজ : বিমানবন্দরের পরিষেবা সম্পূর্ণ বন্ধ হল উত্তরবঙ্গের ভারি বর্ষার জেরে। এমনকি ১০টি বিমান নামতেই পারল না বাগডোগরা বিমানবন্দরে । বাধ্য হয়ে দশ’টি বিমানকে কলকাতায় আনা হয় বাগডোগরা বিমানবন্দর থেকে। কতৃপক্ষ জানিয়েছে এই অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে বলেই ।কোনও বিমান টেক অফও করতে পারেনি অতিভারী বৃষ্টির জেরে বাগডোগরা বিমানবন্দরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ার জন্য । এদিকে অতিভারী বৃষ্টির জেরে বণ্যা পরিস্থিতির আকার নিয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ির বিস্তীর্ণ এলকা ।