দেশের ইতিহাসকে বিকৃত করছে ‘গান্ধী-নেহেরু-প্যাটেলদের অপমানে আত্মমগ্ন থাকা সরকার’, কেন্দ্রকে তীব্র আক্রমণ সনিয়া গান্ধীর
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে। সনিয়া গান্ধী মোদী সরকারকে ‘আত্মমগ্ন’ বলেও তোপ দাগলেন। তাঁর আরও অভিযোগ, ‘গান্ধী-নেহেরু-আজাদ-প্যাটেলদের অপমান করতে গিয়ে ইতিহাসকে মিথ্যের ভিত্তিতে বিকৃত করছে উগ্র জাতীয়তাবাদী সরকার। কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে।’
১৪ আগস্ট কেন্দ্র ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ পালন করেছে। এই উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করা হয় দলের তরফে। যেখানে মূলত দেশভাগের জন্য দায়ী করা হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। কংগ্রেস যার প্রতিবাদে মুখর হয়েছে। যার পাল্টা সনিয়া গান্ধী দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের দিন মুখ খুলেছেন। তিনি এও বলেছেন, ‘আজকের আত্মমগ্ন সরকার উদ্যত হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মত্যাগ এবং দেশের গৌরবময় অর্জনকে তুচ্ছ করতে, যা মেনে নেওয়া যায় না কখনই ।’
সনিয়া গান্ধী আরও বলেছেন, গত ৭৫ বছরে বহু প্রতিভাবান ব্যক্তিত্ব ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন ‘বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি ক্ষেত্রে। একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছেন দূরদর্শী সম্পন্ন ভারতীয় নেতারা। তাঁরা প্রতিষ্ঠা করেছেন একটি শক্তিশালী তথা সাংবিধানিক গণতন্ত্রেরও ।’কংগ্রেস নেত্রীর দাবি, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ভাষার মাধ্যমেই ভারতীয়রা একটি গৌরবময় জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে।