ফের বিতর্কে ঘাটালের আইসিডিএস কেন্দ্র, জেলা প্রশাসন নড়েচড়ে বসল খবর সামনে আসতেই
বেস্ট কলকাতা নিউজ : মিড ডে মিল তদন্তে রাজ্যে এলো দিল্লির দল ।এরমধ্যেই ফের আরশোলা নজরে এলো শিশুদের খাবারে। ফের বিতর্কে ঘাটালের একটি আইসিডিএস কেন্দ্র । এদিকে জেলা প্রশাসনও নড়েচড়ে বসল খবর সামনে আসতেই । আইসিডিএস কেন্দ্রগুলি পরিদর্শনও করেন বিডিও থেকে মহকুমা শাসক। এদিকে নজরদারিও চলল ঘাটাল মহকুমা সমস্ত স্কুলে স্কুলে । এদিকে আইসিডিএস কেন্দ্রগুলিতে ঘুরছেন ঘাটাল মহকুমা শাসক, সুমন বিশ্বাস-সহ বিভিন্ন ব্লকের বিডিওরাও ।
মহকুমা শাসক সুমন বিশ্বাস আরও বলেন, “মহকুমা জুড়ে পরিদর্শন চলছে । এটা আগামী দিনেও চলবে। দুটো সেন্টার দেখলাম। একটার পরিকাঠামো ভালো, একটা পিছিয়ে। যে ক’টা ঘটনা ঘটেছে, সেগুলি কোনওটাই সেন্টারে ঘটেনি। যে কটা কেস সামনে এসেছে, সব কটাই বাড়িতে। তাই কোথায় খাবারে কী পড়ছে সেটা দেখার রয়েছে। আমরা কেন্দ্রে গিয়ে কথা বলেছি, তারা বলছেন, রান্নার সময়ে এমনটা হয় না। দেখা যায়, বাচ্চারা কিছু খাবার না ঢেকেই বাড়িতে নিয়ে যাচ্ছে। রাস্তায় খাবার নিয়ে যায় খালি পাত্র করে । তাই আমরা নির্দেশ দিয়েছি, যতটা সম্ভব যাতে সেন্টারে বসিয়েই খাওয়ানোর ব্যবস্থা করা যায়। প্রসূতিদের জন্য কিছু কিছু ক্ষেত্রে খাবার বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে।”