আমি থাকতে চাই একজন সাধারণ মানুষ হয়ে মুখ্যমন্ত্রী এমনটাই বললেন সেন্ট জেভিয়ার্সের ডি-লিট সম্মান প্রসঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট প্রদান করল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রবিবার তাঁর হাতে সাম্মানিক ডি-লিট তুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট প্রদানের পর এই সম্মানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডি-লিট সম্মানে ভূষিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। হতে চাই তোমাদেরই লোক। যতদিন বাঁচব সম্মান নিয়ে বাঁচব। এই আমার প্রতিজ্ঞা। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মান পেয়ে অভিভূত মমতা বলেন, যে সম্মান আমাকে প্রদান করা হল, তা আমি মাথা পেতে গ্রহণ করলাম। সেইসঙ্গে তিনি জানালেন সমাজের দুর্বল শ্রেণির প্রতিনিধিত্ব করতে চাই। আমি তাতেই সম্মানিত, গর্বিত।