কুন্তল দফায়-দফায় কাঁড়ি-কাঁড়ি টাকা পাঠিয়েছেন গোপাল দলপতির কাছে , এমনই চাঞ্চল্যকর দাবি CBI-এর
বেস্ট কলকাতা নিউজ : এবার সিবিআই আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে । ২০২১ সাল পর্যন্ত গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাঁড়ি-কাঁড়ি টাকা পাঠিয়েছেন কুন্তল ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমনই দাবি গোপালের ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখে। কী কীরণে বা কোথা থেকে বিপুল পরিমাণ এই টাকা এল? কেনই বা গোপালকে কুন্তল ঘোষ লক্ষ-লক্ষ এই টাকা পাঠাতেন? সেটাই খতিয়ে দেখছে সিবিআই।
এদিকে পরতে-পরতে চমক রয়েছে নিয়োগ দুর্নীতি মামলার। নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতির ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখার পর সিবিআইয়ের চোখ কপালে ওঠার জোগাড়। সিবিআই সূত্রের দাবি, ২০২১ সাল পর্যন্ত যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায়-দফায় কয়েক লক্ষ টাকা পাঠিয়েছেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, ২০১৭-এর ২৪ নভেম্বর গোপালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ হাজার, ২৫ নভেম্বর আরও ৫০ হাজার এবং ২৭ নভেম্বর ১ লক্ষ টাকা জমা দেন কুন্তল ঘোষ। এরপর ২০২১-এর ২৯ অক্টোবর কুন্তল ৭০ হাজার টাকা পাঠান গোপালের অ্যাকাউন্টে। সিবিআইয়ের আরও দাবি, এছাড়াও গোপাল ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ-লক্ষ নগদ টাকা জমা পড়েছে।