সরকার ফেলার চক্রান্তের চরম আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : সরকার পড়ে যাওয়ার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আমিত শাহ চক্রান্ত করছেন। তাঁর পদত্যাগ করা উচিত। বীরভূমের সিউড়ি জনসভা থেকে অমিত শাহ বলেছিলেন, বিজেপি বাংলায় ৩৫ আসন জিতলে আর মমতা সরকার থাকবে না। ২০২৫-এর আগেই সরকার পড়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী বলেন সরকার ফেলার চক্রান্ত চলছে।
মু়খ্যমন্ত্রী বলেন,স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নিয়ে , সংবিধান রক্ষার শপথ নিয়ে কখনই তিনি বলতে পারেন না বাংলার সরকার চলে যাবে ৩৫ টি আসন পেলেই। এর অর্থ গভীর চক্রান্ত করছে কেন্দ্র । শাহের এই মন্তব্য সাংবিধানিক মর্যাদা ভেঙেছে বলে দাবি করেছে মু়খ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বিজেপি ৩৫ আসন পেলেই সরকার ফেলার কথা বলেন কী ভাবে। এতে লঙ্ঘন হয়েছে সাংবিধানিক মর্যাদা। দেশকে রক্ষা না করে গভীর চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।