বিচারপতি মান্থার NIA তদন্তের নির্দেশ দাড়িভিট কাণ্ডে , রাজ্যকেই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্তদের
বেস্ট কলকাতা নিউজ : দাড়িভিট গুলিতে ছাত্রমৃত্যুর ঘটনায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। ৫ বছর পর সেদিনের দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের পর্যবেক্ষণ, দাড়িভিটের ঘটনায় বোমা বিস্ফোরণের অভিযোগ আগেই ছিল। তাই এনআইএ তদন্তের প্রয়োজন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবিলম্বে আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট গ্রামের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে স্কুলে ব্যাপক হিংসার জেরে নিহত হন দুই প্রাক্তন ছাত্র। আহত হন আরও বেশ কয়েকজন। উত্তর দিনাজপুরের মহকুমা শহর ইসলামপুর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দাড়িভিট গ্রাম।
সেখানকার কোএড উচ্চমাধ্যমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা সব মিলিয়ে প্রায় দু’হাজার। সেই স্কুলেই উর্দু এবং সংস্কৃত শিক্ষকের যোগ দেওয়া নিয়েই শুরু হয় গণ্ডগোল, স্কুল ভাঙচুর এবং শেষে গুলিতে রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুই প্রাক্তন ছাত্রের রহস্যজনক মৃত্যুতে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য।