উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হল হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির বৈঠক
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । আজ সকালে মেয়র মেয়র গৌতম দেব এই বৈঠকে উপস্থিত হয়ে জানান বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রচুর উন্নতি ঘটেছে। এখন বাইরে থেকে প্রচুর অসুস্থ মানুষ আসেন এখানে চিকিৎসা করাতে। শুধুমাত্র তাই নয় এখানে এখন আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে যেসব যন্ত্রপাতি চিকিৎসা ক্ষেত্রে দ্রুত কাজ করতে পারে। মেয়র আরো জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রোগীকে দেখাতে আসা আত্মীয়দের ভালোভাবে থাকবার ব্যাবস্থা করা হচ্ছে যাতে তারা বাইরে থেকে এসে কোন ধরনের সমস্যার মধ্যে না পড়েন। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন এই মেডিক্যাল কলেজের নামকরা সার্জেন এবং ডাক্তারেরা। মেয়র আরো জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উপরে ভরসা করে চিকিৎসা করাতে আসেন অনেকেই, তাই তারা এখানে যাতে চিকিৎসা করাতে এসে কোন ধরনের অসুবিধার মধ্যে না পড়েন সেটা দেখবার জন্য আমরা দুজনের একটা কমিটি গঠন করব। আমাদের দরকার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশ যেখানে সমস্ত রোগী এবং তাদের আত্মীয়রা এসেই নিজেদের অনেকটা নিরাপদ ভাবতে পারেন। আমরা চেষ্টা করছি সবদিক থেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে সেরা হিসাবে তৈরী করা। আর আমরা সেদিকেই এগিয়ে চলেছি বলে জানালেন তিনি।