ঘন কুয়াশার জের, এনজেপী ষ্টেশনে ট্রেন ঢুকছে অনেক দেরী করে
নিজস্ব সংবাদদাতা : রোজ সকালে আসছে ঘন কুয়াশা আর তাই ট্রেন ঢুকছে অনেক দেরী করেই। এনজেপীতে ট্রেন ঢুকতে দেরী হওয়ায় সমস্যায় পড়ে গেছেন যাত্রীরা। অনেকেই জানিয়েছেন তাদের গন্তব্যস্থল শিলিগুড়ি না থাকায় এনজেপী ষ্টেশনে নেমে দেরী হয়ে যাচ্ছে তাদের , এক তারা গাড়ি পাচ্ছেন না নতুবা তাদের প্রায় তিনগুন ভাড়া দিয়ে গাড়ি রিজার্ভ করতে হচ্ছে। শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গা থেকে গাড়ি ছাড়ে পাহাড় এবং ডুয়ার্স এর জন্য। শিলিগুড়ির সব জায়গা থেকেই এখন গাড়ি ছাড়ছে, আর সব জায়গায় পৌছে পর্যটকেরা যখন গাড়ি বুক করছেন প্রায় তিনগুন ভাড়া দিয়ে গাড়ি রিজার্ভ করতে হচ্ছে তাদের।
তবে এনজেপী রেল সুত্রে জানা গেছে এই ধরনের অবস্থা প্রতি বছর হয়ে থাকে এটা কোন নতুন ব্যাপার নয়, আবহাওয়ার সাথে তো কিছু করবার নেই, তাই একটু সাবধানে চালাতে হবে ট্রেন, যার সাথে এত যাত্রীর নিরাপত্তা জড়িয়ে আছে, সেটার জন্য একটু আলাদাভাবে ভাবতে তো হবেই, তবে কথা হচ্ছে সব জায়গায় তো একই অবস্থা, তাই এটা নিয়ে নতুন করে ভাবনার কিছুই নেই। তাই শুধু ধৈর্য্য এবং অপেক্ষা করতে হবে আমাদের জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ অধিকারীক। তিনি জানিয়েছেন ট্রেন লেট হচ্ছে এটা সমস্যা, কিন্তুু তা বলে কোন সমস্যা তৈরী হয় নি, তাই একটু মাথা ঠান্ডা রেখেই আমাদেরচলতে হবে বলে তিনি জানিয়েছেন।