শিলিগুড়ি পুরসভাতে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল পুরসভার তরফ থেকে
শিলিগুড়ি : শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে তৃণমূল কংগ্রেস পুরসভায় তাদের দ্বিতীয় বছর পালন করল।এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই অনুষ্ঠানের উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানান আমাদের আগামী লক্ষ্য শিলিগুড়ির মানুষের কাছে সমস্ত ধরনের পরিষেবা পৌছে দেওয়া। কারন আমাদের প্রতিজ্ঞা শিলিগুড়ি শহরকে ভারতের অন্যতম মেগা সিটি হিসাবে পরিচিত করা। আমরা জানি এই কাজটা একেবারেই সহজ কাজ নয়। এর জন্য আমাদের সবাইকে পরিশ্রম করে লক্ষ্যে পৌছে যেতে হবে। তৃণমূল কংগ্রেস পুরসভাতে এসেছে অনেক কাঠ খড় পুড়িয়ে তাই আমরা কোনভাবেই চাইব না যাতে আমাদের পরিশ্রম জলে চলে যায়।
এদিন উপস্থিত তৃণমূল কংগ্রেসের সাইত্রিশ জন কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্য এক স্মারক পুস্তিকা প্রকাশ করেন। উপস্থিত সকল দর্শকদের উদ্যেশ্যে মেয়র গৌতম দেব জানান আমরা প্রতিজ্ঞাবদ্ব শিলিগুড়ির মানুষের কাছে উন্নত মানের পরিষেবা পৌছে দেওয়া আর সেটা আমরা করে দেখাবোই। এদিন মূলত উপস্থিত ছিলেন কয়েকজন বিরোধী দলের কাউন্সিলারও। এদিন মেয়র জানান শিলিগুড়িতে যানযট সমস্যা নিয়ে জেরবার মানুষ আমাদের চেষ্টা থাকবে সবার আগে যানযট পরিষেবা ঠিকঠাক করে তোলা। পথ চলতি মানুষের যাতে রাস্তায় চলতে কোন ধরনের সমস্যা না হয় সেটা দেখবার দায়িত্ব এবং কর্তব্য মূলত আমাদেরই । আগামীদিনে আমাদের খেয়াল রাখতে হবে সবদিক থেকেই যেন শিলিগুড়িবাসীর কাছে আমরা সঠিকভাবে পরিসেবা পৌছে দিতে পারি। তাহলেই আমরা বুঝতে পারব আমরা সফল হতে পেরেছি বলে জানান মেয়র।